বাগাতিপাড়ায় অনুমতিহীন পুকুর খননের বিরুদ্ধে ইউএনও’র অভিযান

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরে বাগাতিপাড়ায় কৃষি জমিতে অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে খনন কাজে ব্যবহৃত এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাতশৈল গ্রামের মৃত সাইবুল্লা গায়েনের ছেলে পিয়ার আলী গায়েন সাতশৈল মাঠে পনের বিঘা কৃষি জমিতে এবং স্বরূপপুর গ্রামের সোনা হাজীর ছেলে , হাফিজুল ইসলাম হাটদোল মাঠে দুই বিঘা জমিতে পুকুর খনন করছিল।

অনুমতিহীন এ দুটি পুকুর খননের খবর পেয়ে অভিযানে যান ইউএনও। ইউএনও নাসরিন বানু বলেন, অবৈধ পুকুর খননের বিরদ্ধে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে এর সাথে জড়িত কাউকে না পেয়ে খনন কাজে ব্যবহৃত দুটি এসকেভেটরের ব্যাটারী জব্দ করা হয়।

স/জি