বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে ঘরসহ পুড়লো ১২ ছাগল


বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় গভীর রাতে অগ্নিকান্ডে তিনটি ঘরসহ ১২ ছাগল পুড়ে অঙ্গার হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার বাঁশবাড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার সকালে এমপি-ইউএনও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং শুকনো খাবার প্রদান করেছেন।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে বাড়িতে ছাগল পালন করেন আব্দুর রাজ্জাক। মশা তাড়াতে রাতে ওই ছাগলের ঘরে কয়েল জ্বালিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২ টার দিকে ছাগলের ঘরে আগুন লাগে। পরে তা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে ছাগলের ঘর ও রান্নাঘরসহ তিনটি ঘর, ১২টি ছাগল, ২টি রাজহাঁস, ২০টি ব্রয়লার মুরগি পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে। এদিকে ঘটনা জানতে পেরে সকালে ইউএনও মোহাইমেনা শারমীন, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তারা ক্ষতিগ্রস্থ মালিককে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করেন। পরে স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ সহায়তা প্রদান করেন।