বাগমারা-বালানগর সড়কের পাকাকরণ কাজ শুরু

বাগমারা প্রতিনিধি:

বাগমারা-বালানগর সড়কের পাকাকরণ ঢালাই কাজ শুরু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর-বালানগর প্রধান সড়কের সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে গ্রামের বড় মসজিদ পর্যন্ত সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়।

দীর্ঘ দিন ধরে সড়কে কাঁদায় চলাচলের পর সড়ক নির্মাণ ও পাকা ঢালায় সংযোগ সড়ক নির্মাণে গ্রামবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বালানগর গ্রাম। হাইস্কুল, কৃষি ডিপ্লোমা কলেজ, কামেল মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই গ্রামটি। গ্রামের মধ্যে দিয়ে বয়ে মেঠোপথ বর্ষা মওসুমের কাঁদায় যাতয়াতের বেহালদশা দেখা দেয়। গ্রামের লোকজনদের যাতয়াতে ডাল সড়ক পাকাকরণে একান্ত প্রয়োজন উপলদ্ধি করে স্থানীয় চেযারম্যান আব্দুল জব্বার মন্ডল। পরে স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ওয়াল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে (এলজিএসপি) ইউনিয়ন পরিষদের সহায়তায় ২ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ হয়।

এই উপলক্ষ্যে আজ ঢালাই কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার মন্ডল, উপজেলা সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিন, ইউসুফ আলী, ইউপি সচিব আব্দুল্লাহ আল মামুন স্থানীয়রা।

স/অ