ধামইরহাটে গাভী উৎপাদন বৃদ্ধিতে র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে দেশীয় প্রজাতির গাভী উৎপাদন বৃদ্ধিতে খামারি ও বাছুর র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে ও এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় খামারিদের নিয়ে র‌্যালী শেষে প্রাণি সম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এমরান আলর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. রিপা রাণী, এসিআই গোদরেজ সহকারী ম্যানেজার ডা. মো. সোহেল রানা, ডা. দেবোব্রত রায় গোস্মামী, রানা ফার্মেসি মাসুদ রানা, খামারি আবু বক্কর, মাহবুব আলম, রেজাউল করিম প্রমুখ।
ডা. দেবোব্রত রায় গোস্মামী জানান, এসিআই গোদরেজ এগ্রোভেটের ‘বোভিনা কাফ্ ষ্টাটার’ বাছুরকে ৬ থেকে ৬ মাস পর্যন্ত খাওয়ানো যায়, এতে করে মাত্র ১৩ মাস বয়সে বকনা বাছুরটি বাচ্চা প্রজননে উপযুক্ত ও সক্ষম হয়।
স/অ