বাগমারা থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বাগমারা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ রাজশাহীর বাগমারা থানা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।

বাগমারা থানা চত্বরে আয়োজিত ৭ই মার্চের অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম, বার এর সভাপতিত্বে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় অন্যান্যের মধেক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মন্ডল, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রিনা খাতুন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স/রি