বাগমারায় ১৫ হাজার নারী পেলো এমপির ঈদ উপহার

বাগমারা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের ১৫ হাজার নারীর মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৪ (বাগমরা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন।

মঙ্গলবার সকাল ৯টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকেন উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজ প্রাঙ্গণে।
শাড়ি বিতরণের আগেই ভরে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের প্রাঙ্গণসহ আশপাশের এলাকা।

শাড়ি বিতরণের উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে, সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয়, এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

এ সময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন, সাংসদের কন্যা ফারহানা হক তান্নি, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার একাউন্ট সোহরাব হোসেন, রেজাউল করিম, আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আসলাম আলী আসকান, কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর হাচেন আলী, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ, নাইম আদনান প্রমুখ।

স/শা