বাগমারায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব ভাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে র‌্যালী বের করা হয়।

 
র‌্যালীটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ বাজারের আলুপট্টিতে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
বাগমারা উপজেলা পূজা উদাযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বীরেন্দ্রনাথ সরকার,বাগমারা উপজেলা চেয়ারম্যান এ্যাড: জাকিরুল ইসলাম সান্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার,সহকারী ভূমি কমিশনার আলমগীর হোসেন,বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।

 
জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক কাঞ্চন রায় চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী,ভবানীগঞ্জ পৌর মেয়র আঃ মালেক মন্ডল,তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ,বাগমারা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল কুন্ড,সাবেক চেয়ারম্যান বিজন সরকার,সাধারন সম্পাদক হীরেন চন্দ্র উকিল , সাংগঠনিক সম্পাদক হরিশ চন্দ্র মন্ডল, কালী পদ সরকার,নীরেন্দ্রনাথ সাহা, নিমাই চন্দ্র সরকার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শীতেন্দ্রনাথ প্রাং,গণপ্রকাশনা সম্পাদক শ্রী রতন কুমার প্রাং প্রমুখ।
স/শ