বাগমারায় ভ্রাম্যমান আদালতে নারীর কারাদন্ড 

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় সরকারী কাজে বাধা প্রদানের দায়ে মনোয়ারা বিবি (৪০) নামে এক নারীর সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২৭ এপ্রিল সকাল দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক সুফিয়ান ওই নারীর কারাদন্ডের আদেশ দেন।

স্থানীয় জানাযায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের খরাদীপাড়ার আইনাল হোসেন এর স্ত্রী মনোয়ারা বিবি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের সরকারী কাজে বাধা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক ভাবে নিষেধ করলেও তা অমান্য করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে দন্ড বিধি ১৮৬০ আইনের ১৮৮ ধারা মোতাবেক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এস/আই