বাগমারায় ব্যবসায়ীর চুরি হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের পুরাতন সিনেমা হলপট্রীর মাছ ব্যবসায়ীর চুরি হওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছেন পুলিশ।

জানা যায়, সোমবার বিকেলে মাছ ব্যবসায়ী আড়ৎদার রমজান আলী তার অফিস রুমের ড্রয়ারে ৮ লক্ষ টাকা রেখে পাশের একটি চা স্টলে চা খেতে বসেন। এই সুযোগে হলপট্রীর হোটেল ব্যবসায়ী কলিমুদ্দিনের মাদকাসক্ত ছেলে মামুন (২৪) রমজান আলীর অফিস রুমে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙ্গে ৮ লাখ টাকা নিয়ে সটকে পড়েন।

বিষয়টি পুলিশকে জানালে ওই দিন সন্ধ্যায় বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়। এ সময় মামুনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যবসায়ীরা তা পুলিশকে জানালে পুলিশ মামুনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে মামুন টাকা চুরির কথা স্বীকার করে এবং রাত ১টার সময় পুলিশসহ বাড়িতে এসে একটি পুরাতন পায়খানার হাউজ থেকে টাকাগুলো বের করে দেয়।

এ ঘটনায় ব্যবসায়ী রমজান আলী বাদী হয়ে মামুনকে আসামী করে একটি মামলা দায়ের করলে মঙ্গলবার (৬এপ্রিল) চোর মামুনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোস্তাক আহম্মেদ।

স/জে