বাগমারায় বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করা হয়েছে বলে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২৮)। তিনি উপজেলার গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

 

শুক্রবার দিবাগত রাতের এ ঘটনায় এলাকাবাসী নিহত সাজ্জাদের স্ত্রী খুশি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

নিহত সাজ্জাদ হোসেন এক সন্তানের বাবা।

 

স্থানীয় ও পরিবার সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, সাজ্জাদের সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয় খুশি বেগমের। তার বাবার বাড়ি মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামে। বিয়ের পরে তাদের ঘরে একটি ছেলে সন্তানও জন্ম নেয়। ছেলে ইসাহাকের বয়স বর্তমানে ছয় বছর।

 

সম্প্রতি খুশি বেগম মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে থাকে। এ নিয়ে তাদের সংসারে প্রায় বিবাদ লেগেছিল। এরই জের ধরে গত ঈদের কয়েকদিন আগে খুশি তার বাবার বাড়িতে চলে যান। পরে ঈদের মধ্যে সাজ্জাদ হোসেন গিয়ে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন।

 

এরই মধ্যে শুক্রবার রাত দুইটার দিকে স্বামী সাজ্জাদ হোসেনকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে খুশির বিরুদ্ধে অভিযোগ উঠে। পরে আজ শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী খুশিকে আটক করে পুলিশের সোপর্দ করে।

 

বাগমারা থানা পুলিশ বিষয়টি স্বীকার করে জানায়, ওই ঘটনায় খুশির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

স/আর