বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলার নতুন বছর কে বরণ করে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাসার সামনে পান্তা ভাতের এক আয়োজনে ভিন্ন ভিন্ন বৈশাখী খাবারের ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। এতে ছিল পান্তা ভাতের সাথে ছিল ডাউল ভর্তা, আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, ২ ধরনের মাছ ভাজি, পেঁয়েজ, কাাঁচা মরিজ। তবে ইলিশ ছিল না। গ্রাম বাংলার আদি খাবার খেয়ে সবাই খুশি। পরে
পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীগন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাংস্কৃতি সংগঠনের রফিকুল ইসলাম রন্জু।

স/অ