বাগমারায় পুলিশের উগ্রবাদ বিরোধী দিনব্যাপী কর্মশালা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পুলিশের সহযোগিতায় ও পুলিশের কাউন্টার টেরোজিয়মের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার অডিটরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোজিয়মের উপ-পুলিশ কমিশনার আলিমুজ্জামান বক্তৃতা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আহম্মেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রাজশাহী (সদর সার্কেল) সুমন দেব, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, ওসি(তদন্ত) মিজানুর রহমান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সংবাদ কর্মী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/বি