বাগমারায় পশু হাসপাতালের জমি দখল করে সেনিটেশন কারখানা

হাট গাঙ্গোপাড়া প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলা হাট গাঙ্গোপাড়া সরকারী পশু হাসপাতালের জমি অবৈধ ভাবে দখল করে সেনিটেশান কারখানা তৈরী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সরেজমিনেগিয়ে দেখা গেছে হাট গাঙ্গোপাড়া পশু হাসপাতালের সামনের, তিন বোন ওয়ার্কসপের মালিক মো: ইসাহাক আলী ইচা তার কর্মচারীদের দিয়ে সেনিটেশানের রিং স্লাব তৈরী করছে। এ সময় ইসাহাক আলী জানান আমি এই যায়গা হাট গাঙ্গোপাড়া পশু হাসপাতালের কতর্ব্যরত ডাক্তার মো: আনিছুর রহমানের কাছ থেকে ভাড়া নিয়েছি।

এদিকে ডাক্তার আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে আমি তেমন কিছুই জানিনা তবে আমি উনাকে তার মালামাল সরিয়ে নিতে বললে গড়িমসি করে সময় পার করছেন বলে তিনি অভিযোগ করেন।

এই ঘটনার অভিযোগকারী কানাই শহর গ্রামের রেজাউল করিমসহ আশেপাশের দোকান মালিকগন অনেকেই বলেন, কর্তব্যরত ডাক্তার আনিছার রহমান পশুচিকিৎসা কেন্দ্রে ঠিক মত আনেসননা। তিনি গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া দীর্ঘদিন যাবৎ এই যায়গায় সেনিটেশানের রিং স্লাব তৈরী করা হচ্ছে এবং ডাক্তার আনিছার রহমান নিয়মিত ভাড়া নিচ্ছেন।

স/অ