বাগমারায় দুইটি বিলে মাছের পোনা অবমুক্তকরণ

বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় দেশীয় মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করে এলাকার মৎস্য জীবীদের জীবিকা নির্বাহের পথ নিশ্চিতকরণ লক্ষ্যে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের সুতি বিল ও গনিপুর ইউনিয়নের দুবিলা নামের দু’টি বিলে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা আনুষ্ঠানিক ভাবে ছাড়া হয়েছে।

 

পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র শাহা, জেলা মৎস্য বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্জুয়ারা বেগম, বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুজ্জামান, ক্ষেত্র সহকারি লাল চাঁদ ও  ঠিকাদার আশরাফুল ইসলাম প্রমুখ।

স/অ