বাগমারায় জিডি করার পরে হামলা-লুটপাট, সাত দিনেও মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার অর্জুনপাড়া গ্রামের এক ব্যক্তি হামলার আতঙ্কে থানায় জিডি করেছিলেন। জিডি করার মাত্র তিন দিনের মাথায় তাঁর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পরে হামলার শিকার ব্যবসায়ী মঞ্জুর রহমান বাগমারা থানায় আবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামলা রেকর্ডের জন্য। কিন্তু পুলিশ গত সাত দিনেও সেটি মামলা হিসেবে রেকর্ড করেনি।

মঞ্জুর রহমান জানান, তিনি ১৫ বছর ধরে দেশের বাইরে ছিলেন। এই সুযোগে অর্জুনপাড়া বাজারের পাশে তার একটি ৬ সতাংশর জমি অর্জুনপাড়া স্কুলের শিক্ষকরা দখর করে নেন। এর পর দেশে ফিরে সম্প্রতি মঞ্জুর রহমান তার জমিটি দখল করতে গেলে স্কুলের শিক্ষকরা বাধা দেন এবং মারপিটের হুমকি দেন।

এ ঘটনার মাত্র তিন দিনের মাথায় মঞ্জুর রহমানের বাড়িতে হামলা করেন ওই স্কুলের শিক্ষক আক্কাস আলী সাধন, ইসমাইল হোসেন, রহিদুল ইসলাম, আবুল কালাম ও ওবাইদুর রহমানসহ আরও কয়েকজন। এসময় তারা মঞ্জুর রহমানে বাড়িতে থাকা নগদ টাকাও লুটপাট করা হয়।
তবে অর্জুনপাড়া স্কুলের শিক্ষক আক্কাস আলী বলেন, ‘হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। মঞ্জুর রহমান স্কুলের জায়গা দখলের চেষ্টা করছেন। তাই প্রতিবাদ করা হয়েছে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/আর