বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

বাগমারা প্রতিনিধি:

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহীর বাগমারায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান-এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(০৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ১৪ নভেম্বের থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি রয়েছে। পরীক্ষার্থীরা কেন্দ্রে কোন প্রকার ইলেকট্রনিক্স সরঞ্জামাদী নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে গঠনমূলক সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ সাংবাদিক আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, মাহফুর রজমান প্রিন্স, আবকর আলী, রাশেদুল হক ফিরোজ, জিল্লুর রহমান দুখু, নূরকুতুবুল আলম, শামীম রেজা প্রমুখ।

জেএ/এফ