বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাগমারা প্রতিনিধি:

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাস্তায় বেলা ১১টার দিকে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একে এম ওয়াহিদুজ্জামান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা কৃষি অফিসার রাজিবুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, গার্লস গাইড সদস্য হাফিজা খাতুন খুশি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আকতার বেবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন উপজেলা একাডেমিক অফিসার আব্দুল মমীত।

স/শা