বাগমারায় অগ্নিকান্ডে চার কৃষকের পানবরজের ব্যাপক ক্ষতি


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামে অগ্নিকান্ডে চার কৃষকের পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। তাদের বাড়ি পার্শ্ববতি ভটখালী গ্রামে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার যোগিপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের কৃষক চার কৃষকের নাগপাড়া গ্রামে অবস্থিত পানবরজে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

জানা যায়, ভটখালী গ্রামের ছলিম উদ্দিন প্রামানিক এর ছেলে লুৎফর রহমান, আব্দুল জব্বার, বেলাল উদ্দিন এবং মৃত সাখাওয়াত হোসেন এর ছেলে নুরুল ইসলাম নামের চার কৃষকের পান বরজে আগুন লাগে। ঘটনার সময় চার কৃষক নিজ নিজ বাড়িতে সাংসারিক কাজ করছিলেন। এ সময় তারা সংবাদ পান তাদের পানবরজে আগুন লেগেছে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে পান বরজ পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, তাদের প্রায় দশ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বাগামার ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার ইব্রাহীম হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সেখানে দ্রুত গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরে জানা যাবে। যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করার চেষ্টা করা হবে।

সি/রি