বাংলাভাইয়ের সহযোগী মাহতাব খামারু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের সহযোগী হিসেবে পরিচিত মাহাতাব খামারু গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার হামিরকুৎস্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহাতাব খামারু উপজেলার হামিকুৎসা ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী খামারুর ছেলে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এ গ্রেফতারের বিষয়টি সিল্কসিটিকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহাতাব খামারু নিজেকে যুবদলের পরিচয় দিলেও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডর হিসেবে দায়িত্ব পালন করছিল।

মাহাতাব খামারু হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকায় জঙ্গী তৎপরতা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, মাহাতাব খামারু জেএমবির আঞ্চলিক কমান্ডার। তৎকালীন বাংলা ভাইয়ের সেকেন্ড-ইন কমান্ড হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি ও নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে বাগমারা থানায় হত্যা, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি, লুটপাটসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

তৎকালে মরহুম বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল।

২০০৪ সালে জেএমবির উত্থানের সময় রাজশাহী নগরীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়া সেই খামারু অবশেষে ধরা পড়ল হাতে।

 

স/আ