বাংলার তারকাকে ২ কোটিতে নিল বেঙ্গালুরু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আইপিএলের আদলে প্রথমবারের মতো ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সোমবার মুম্বাইয়ের জিয়ো কনভেনশন সেন্টারে নারীদের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম পরিচালনা করেন মালিকা আদভানি নামের এক নারী।

নিলামে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার ও ইংলিশ তারকা ন্যাট শিভারকে ৩ কোটি ২০ লাখে দলে নেয় গুজরাট ও মুম্বাই।

বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচা ঘোষকে ১ কোটি ৯০ লাখে দলে নেয় বেঙ্গালুরু। তাকে দলে নেওয়ার জন্য লড়াই করে দিল্লি ও বেঙ্গালুরু।

অথচ নিলামে নাম উঠলেও বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক জাহানারা আলম ও সালমা খাতুন এবং স্বর্ণা আক্তারকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই।

এক নজরে দেখে নেয়া যাক কে কত টাকা নিয়ে কোন দলে-

রিচাকে ১ কোটি ৯০ লাক রুপিতে নিল বেঙ্গালুরু।

১ কোটি ৩০ লাখ রুপিতে দেবিকাকে নিল উত্তরপ্রদেশ।

বাংলার তিতাসকে ২৫ লাখ রুপিতে নিল দিল্লি।

যষ্টিকা ভাটিয়াকে ১ কোটি ৫০ লাখ ‍রুপিতে নিল মুম্বাই।

পূজাকে ১ কোটি ৯০ লাখ রুপিতে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স।

হারলিন দেওলকে ৪০ লাখে কিনল গুজরাত।

ভারতীয় ওপেনার শেফালিকে ২ কোটিতে নিল দিল্লি।

অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে ১ কোটি ১০ লাখে নিল দিল্লি।

জেমাইমাকে ২ কোটি ২০ লাখে নিল দিল্লি।

অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান বেথ মুনিকে ২ কোটিতে নিল গুজরাট।

ইংলিশ তারকা ন্যাট শিভারকে ৩ কোটি ২০ রাখে নিল মুম্বাই।

ভারতীয় তারকা রেণুকাকে ১ কোটি ৫০ লাখে নিল বেঙ্গালুরু।

ভারতীয় তারকা দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লাখে নিল উত্তরপ্রদেশ।

সোফি এক্লিসটনকে ১ কোটি ৮০ লাখে নিল উত্তরপ্রদেশ।

অস্ট্রেলিয়ান তারকা এলিস পেরিকে ১ কোটি ৭০ লাখে দলে নেয় বেঙ্গালুরু।

অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লাখে দলে নেয় গুজরাট।

সূত্র: যুগান্তর