‘বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা’ উপলক্ষে ‍মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

‘বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২’ রাজশাহী উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন-এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ এর প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তাঁরা।

উল্লেখ্য, মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছরপূর্তিতে চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করবেন।

জি/আর