বাংলাদেশ বিশ্বের কাছে ৫৭তম রাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ বিশ্বের কাছে ৫৭তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন থেকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ কারো কাছে হাত না পেতে এড়িয়ে চলবে। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামীলীগ সরকার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। শুক্রবার সন্ধ্যায় বাঘা ঝিনা রেল গেটে পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা আবদুর রশিদের বাড়ি হতে রেল গেট পর্যন্ত এক হাজার মিটার পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনিগ্রামে দেড় কিলোমিটার ও মহদিপুরে ৫০০ মিটার পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন।

আড়ানীর ঝিনা রেল গেটে রাস্তা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম নান্টু। সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, আড়ানী পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ।

স/শা