বাংলাদেশ ও ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শততম টেস্টে শ্রীলঙ্কার পি. সারা ওভালে মাঠে নেমেছে বাংলাদেশ। এই টেস্ট মাঠে গড়ানোর আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করা হয়। টেস্ট শুরু হওয়ার পর পর শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আলোচনায় বসেন।

সেখানে ২০১৮ সালের মার্চে বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাফিপালা। তার সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন ও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি।

মূলত শ্রীলঙ্কার ৭০তম স্বাধনীতা দিবস উপলক্ষ্যে এই সিরিজ আয়োজন করা হচ্ছে। যা ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভেন্যু হবে কলম্বোর পি. সারা ওভাল।
আলোচনা শেষে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রীলঙ্কা। সেখানে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সুপাথিপালার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

সূত্র: রাইজিংবিডি