বাংলাদেশে এখন জঙ্গলের শাসন চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশে এখন জঙ্গলের শাসন চলছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে ভয়াবহ জঙ্গিবাদের আক্রমণ-আগ্রাসন, অন্যদিকে এই ফ্যাসিবাদের আক্রমণ-আগ্রাসন। আমি বলি যে এখানে একটা জঙ্গল হয়ে গেছে। একটা জঙ্গলের মধ্যে বাস করছি আমরা। এখানে মনে হয় যে, চতুর্দিকে পশু।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় একথা বলেন ফখরুল।
তিনি বলেন, আজ বাংলাদেশে যারা এই ঘৃন‌্যতম অপরাধ করছেন, তারা যদি মনে করে থাকেন, তারা রেহাই পেয়ে যাবেন। এটা ভুল। তারা কেউই রেহাই পাবেন না। একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একদিন না একদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন এই ঘৃন‌্যতম অপরাধের জন্য দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে।
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ান্থ ‘অনন্ত অপেক্ষা …. …..’ নামে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এতে ২০০৯-২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিখোঁজ বা গুম হওয়া নেতা-কর্মীদের পরিচয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নিখোঁজ হওয়া পরিবারের মধ্যে সাবেক সাংসদ হুমায়ুন কবীর পারভেজের স্বজন শাহনাজ আখতার, ছাত্রদলের আদনান চৌধুরীর বৃদ্ধা বাবা রুহুল আমিন চৌধুরী, নাজমুল ইসলামের স্ত্রী সাবেরা নাজমুল, নিজামউদ্দিন আহমেদ মুন্নার বাবা শামসুদ্দিন আহমেদ, সেলিম রেজা পিন্টুর বোন মুন্নী আখতার, খালেদ হাসান সোহেলের শিশুপুত্র আরিয়ান, চঞ্চল আহমেদের শিশুপুত্র আহাদ, সেলিম শাহিনের শিশুপুত্র আফতাব আহমেদ, পারভেজ হোসেনের শিশুকন‌্যা হৃদি হোসেন তাদের মনোবেদনা তুলে ধরেন।