শুক্রবার , ১ জুলাই ২০১৬ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

“বাংলাদেশের সমাজের বড় অংশ মৌলবাদের দ্বারা প্রভাবিত”

Paris
জুলাই ১, ২০১৬ ১০:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ভারতের কলকাতায় শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে বিজেপি।

 

বিজেপির একজন নেতা বলেছেন, শুধু কয়েকটি উগ্র মৌলবাদী গোষ্ঠীই যে এই হামলা চালাচ্ছে তা নয়, বাংলাদেশের সমাজের একটা বড় অংশ মৌলবাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে।

 

বি জে পি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিশ্চই চেষ্টা করছেন সংখ্যালঘুদের ওপরে নির্যাতন বন্ধের, কিন্তু তাঁদের সেই প্রচেষ্টায় নিশ্চিন্ত নয় বিজেপি। সংখ্যালঘুদের মনে যে ভয় ঢুকে গেছে, সেটা দূর করতে হবে বাংলাদেশ সরকারকে।

 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে এটাই এ ধরণের প্রথম বড় কোন বিক্ষোভ।

 

বিজেপির রাজ্য দফতর থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে এটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।

 

হাজারখানেক বিজেপি কর্মী এবং সমর্থক এতে যোগ দেন।

 

বিজেপির রাজ্য নেতা ও পূর্ব পাকিস্তান থেকে চলে আসা উদ্বাস্তুদের নিয়ে তৈরী দলীয় শাখার প্রধান মোহিত রায় বিবিসিকে বলেন, “বাংলাদেশের সমাজের একটা বড় অংশই মৌলবাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। সব বড় রাজনৈতিক দলগুলিই কোনও না কোনও ভাবে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িয়ে থাকেন। হত্যাগুলো হয়ত কয়েকটি উগ্র মৌলবাদী গোষ্ঠীই করছে।“

 

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক