বৃহস্পতিবার , ২০ জুন ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

Paris
জুন ২০, ২০১৯ ১২:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ৪টিতেই জয় তুলে নিয়েছেন ফিঞ্চ বাহিনী। আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ। এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে টাইগারদের মুখোমুখি হচ্ছেন তারা। তবু মাশরাফিদের বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ অজিরা। এ মহারণে পূর্ণ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চান তারা।

সঙ্গত কারণে অস্ট্রেলিয়া একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্তর্ভুক্ত হতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সেক্ষেত্রে শন মার্শকে বসতে হতে পারে।

আবার স্পিনে শক্তিমত্তা বাড়াতে পেসার কেন রিচার্ডসনের বদলি হিসেবে স্পিনার নাথান লায়নকে এ ম্যাচে খেলাতে পারে অস্ট্রেলিয়া। পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে বিশ্রামে থাকা নাথান কোল্টার-নাইলও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়া অপরিবর্তিত থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন/ নাথান লায়ন।

সর্বশেষ - খেলা