বাংলাদেশের দুই আরচার ফাইনালে, স্বর্ণ নিশ্চিত

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ নিশ্চিত বাংলাদেশের। মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশেরই দুই আরচার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

ফলে ফাইনালের আগেই স্বর্ণ পাওয়া নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শনিবার সোনার লড়াইয়ে নামবেন তারা।

দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে রিধিকে ৬-৪ সেটে ও সেমিফাইনালে তিসা পুনিয়াকে ৭-৩ সেটে হারিয়েছেন। অন্যদিকে তীব্র লড়াই করতে হয়েছে নাসরিনকে। কোয়ার্টার ও সেমিফাইনালে শুট অফে জিতেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্মী হেমব্রম ও সেমিফাইনালে মালয়েশিয়ার ফৌজি নুরের সঙ্গে ৫-৫ সেট পয়েন্টে ড্র হয়। দুটিতেই শুট অফে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নাসরিন।

বৃহস্পতিবার রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

এই ইভেন্টে বাংলাদেশের তিন প্রতিযোগী দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও সুলতানা নিশা। শনিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

 

সূত্রঃ জাগো নিউজ