বাংলাদেশের দরকার ১৯৬ রান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মাউন্ট মাঙ্গানুইতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা আশা জাগানিয়া হলেও কলিন মুনরো ও টম ব্রুসের দুটি শক্ত ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারীরা। সিরিজে ফিরতে বাংলাদেশের দরকার ১৯৬ রান।

বোলিংয়ের সিদ্ধান্ত শুরুতেই বাংলাদেশের অনুকূলে গেছে। প্রথম বলেই মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন স্বাগতিক ওপেনার লুক রনচি, উইকেট শিকারি ছিলেন মাশরাফি।

এরপর একপাশে কলিন মুনরো ব্যাটে ঝড় তুললেও কেন উইলিয়ামসন বেশিদূর এগোতে পারেননি। গত ম্যাচের নায়ক কেন উইলিয়ামসনকে মাত্র ১২ রানে তামিম ইকবালের ক্যাচ বানান সাকিব আল হাসান। কোরি এন্ডারসন ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের তৃতীয় বলে মাত্র ৪ রান করে মোসাদ্দেক হোসেনের কাছে বোল্ড হন তিনি। ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

কিন্তু কলিন মুনরো শুরু থেকে আগ্রাসী ছিলেন। যার ফলে ৩১ বলে পঞ্চাশ ছোঁন তিনি। সেখানেই থেমে যাননি মুনরো। হাফসেঞ্চুরিকে নিয়ে যান তিন অঙ্কের ঘরে। মাত্র ৫২ বলে ৭টি করে চার ও ছয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের জন্য কঠিন সময় তৈরি করেন মুনরো। তবে নিজের ৫৪তম বলে রুবেল হোসেনের কাছে উইকেট দেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংস সেরা ১০১ রান করেন তিনি। ওই ওভারেই রুবেল বোল্ড করেন কলিন ডি গ্রান্ডহোমকে। নিজের ও ইনিংসের শেষ ওভারে রুবেল আরও দুটি উইকেট তুলে নেন। জিমি নিশামকে বোল্ড করার পর মিচেল স্যান্টনারকে রান আউট করেন তিনি।
২০ ওভার শেষে ৭ উইকেটে ১৯৫ রান স্কোরবোর্ডে  জমা করে নিউজিল্যান্ড।

সূত্র: বাংলা ট্রিবিউন