বাংলাদেশের আছে সাকিব; আমাদের আছে রহস্য স্পিনার : মুজিব

ফরচুন বরিশালের হয়ে বিপিএলের চলতি ৮ম আসরে দুর্দান্ত পারফর্ম করছেন আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান। যে দলে আছেন সাকিবের মতো বিশ্বসেরা অল-রাউন্ডার।  বিপিএল শেষেই বাংলাদেশের মাটিতে  টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। সেই সিরিজের আগে বিপিএলে আসা মুজিবের জন্য দারুণ ব্যাপার।

আজ তিনি আফগান রহস্য স্পিনাদের দিয়ে বাংলাদেশকে কাবু করার হুমকিও দিয়ে রাখলেন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে মুজিব উর রহমান বলেন, ‘বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো। যেমন সাকিব, তারাও খুব ভালো। কিন্তু আমাদের লেগি, রহস্য স্পিনার আছে। আমরা একসঙ্গে আলোচনা করি যখন ক্যাম্পে থাকি বা লিগ খেলি। আমরা উইকেট, খেলোয়াড় নিয়ে আলাপ করি। তাই আমরা পরস্পর অভিজ্ঞতা ভাগাভাগি করি। বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলগুলোর ওয়ানডেতে পয়েন্ট দরকার। সবাই জয় চায়।  তিনটি ওয়ানডে আছে। ‘

সর্বশেষ ম্যাচে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন মুজিব।  এসব পরিসংখ্যানেই স্পষ্ট হয় যে, বাংলাদেশের কন্ডিশন মুজিবের জন্য কতটা আদর্শ। মুজিব সেটা স্বীকার করে বলেন, হ্যাঁ আমরা খুশি (এমন কন্ডিশনে)। আমরা এখানে অনেক সিরিজ খেলেছি। বিপিএলে আমার বোলিং খুব ইকোনমিকাল হচ্ছে। বিপিএলের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলব। এখানকার স্পিন বান্ধব কন্ডিশনে আমরা খুশি। উপমহাদেশে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট আমাদের জন্য খুব ভালো। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ