বাংলাদেশকে টপকাতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এই সিরিজে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। ২০১৩ সালের পর এটাই পাকিস্তানের প্রথম ক্যারিবীয় সফর।

এ বছরের মার্চের শেষ দিকেই ৭ সপ্তাহের সফরে যাবে পাকিস্তান। যদিও বেশ কয়েক দিন ধরে আলোচিত ক্যারিবীয়দের পাকিস্তান সফরের বিষয়ে এখনও ঘোষণা আসেনি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে।

সিরিজে ২০১৯ বিশ্বকাপকে লক্ষ্য হিসেবে নেওয়ার কারণ আছে এই দুই দলের। এ বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ‍র‌্যাংকিংয়ে থাকা শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকিদের ২০১৮ সালে হতে যাওয়া বাছাই পর্ব খেলেই আসতে হবে। সে হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। ৮৬ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৯১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে সেপ্টেম্বরের আগে হওয়া সিরিজগুলো ভালোই প্র্রভাব ফেলবে র‌্যাংকিং টেবিলে!

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সফর সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ৩১ মার্চ

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২ এপ্রিল

প্রথম ওয়ানডে: ৭ এপ্রিল

দ্বিতীয় ওয়ানডে: ৯ এপ্রিল

তৃতীয় ওয়ানডে: ১১ এপ্রিল

প্রথম টেস্ট: ২২ এপ্রিল

দ্বিতীয় টেস্ট: ৩০ এপ্রিল

তৃতীয় টেস্ট: ১০ মে

সূত্র : বাংলাট্রিবিউন