বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বলিউডে রুক্মিণী

Paris
জানুয়ারি ২৭, ২০২১ ৯:১৩ পূর্বাহ্ণ

বলিউডে পা রাখছেন ওপার বাংলার মডেল-অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বিদ্যুত জামওয়ালের বিপরীতে ‘সনক’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ছবিতে আছেন চন্দন রায় সান্যালও। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করবেন কণিঙ্ক বর্মা।

প্রথম হিন্দি ছবি নিয়ে রুক্মিণী ‘আনন্দবাজার পত্রিকা’কে বলেন, ‘মাস দুই-তিনেক আগে এ প্রস্তাব আসে। ওরা বিদ্যুতের বিপরীতে নতুন মুখ খুঁজছিলেন। বিপুল স্যার (প্রযোজক বিপুল শাহ) আগেই আমার কাজ দেখেছিলেন। পরে অনলাইনে অডিশন দিই। এমন একটা সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’ প্রথম হিন্দি ছবি নিয়ে খুশি হলেও নিজের নার্ভাসনেসের কথা অস্বীকার করেননি রুক্মিণী, ‘বাংলায় ছয়টি ছবি করেছি ঠিকই, কিন্তু প্রথম হিন্দি কাজের আগে বেশ নার্ভাস লাগছে।’ রুক্মণী মূলত মডেল। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ দিয়ে তাঁর অভিনয় শুরু। এ পর্যন্ত করা ছয়টি ছবির মধ্যে পাঁচটিতেই ছিলেন দেব।

শিগগিরই মুম্বাইয়ে শুরু হবে ‘সনক’-এর কাজ। ভারতের কয়েকটি শহর ছাড়া শুটিং হবে বিদেশেও।

‘কমান্ডো’ ফ্র্যাঞ্চাইজি-খ্যাত প্রযোজক-নায়ক জুটি বিপুল ও বিদ্যুতের একসঙ্গে এটি পঞ্চম কাজ। তাঁদের সর্বশেষ ছবি ‘খুদা হাফেজ’ প্রশংসিত হয়েছিল।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন