বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কমিটি গঠন: সভাপতি মাহবুব, সম্পাদক রাব্বি

নিজস্ব প্রতিবেদক:

“ভালোর সাথে, আলোর পথে” এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল, সামাজিক ও মানব উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে ভূমিকা রেখে চলেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা। তারই ধারাবাহিকতায় প্রথম আলোর পাঠক ফোরাম “বন্ধুসভা” বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার ২০২১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার  ( ৯ মার্চ) ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে এস এম মাহবুব হাসান কে সভাপতি,  রাব্বি আল জিলানীকে  সাধারণ সম্পাদক পুনঃরায় নির্বাচিত করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটির অনুমোদন দেন প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড.মুমিত আল রশিদ ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আহম্মদ আমান রিমন ও প্রিয়াংকা রায় বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও মোস্তারিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, নারী বিষয়ক সম্পাদক শাশ্বতী ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক তাসনিম তাহসিন তনু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাসিফ কবির জুবিয়ান, যোগাযোগ সম্পাদক মৌমিতা পারভীন, প্রচার সম্পাদক প্রিয়া ঘোষ, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির, পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. আসিফ পারভেজ অনিক, ক্রীড়া সম্পাদক আরিফ রায়হান তন্ময়, সাহিত্য সম্পাদক মো. আশরাফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. আতাউর রহমান, অনুষ্ঠান সম্পাদক মো. মিজানুর রহমান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক জয় সাহা, পরিবেশ সম্পাদক মুক্তাদীর আহমেদ, পাঠাগার সম্পাদক সানজিদা খাতুন প্রিয়ন্তি, প্রশিক্ষণ সম্পাদক সাদিক উল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. ওয়াসিক উদ্দিন।

উপদেষ্টা হিসেবে রয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ, আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মো. আব্দুর রহমান গাদ্দাফী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাশেদউজ্জামান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক দৃষ্টি দত্ত, সাংবাদিকতা বিভাগের প্রভাষক জোবাইদা শিরিন জ্যোতি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এস এম মাহবুব হাসান বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বিগত বছরগুলোতে অনেক সমাজসেবামূলক কাজে অবদান রেখেছে। বন্ধুসভার সকল কার্যক্রম সমাজের বিভিন্ন সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষদের নিয়ে। এছাড়াও এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বইপাঠে উৎসাহিত করা। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সকলকে নিয়ে  আগামীতে আরও অনেক কার্যক্রম করার পরিকল্পনা নেয়া হবে। বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে এই সংগঠনটিকে আরও বেগবান করার ইচ্ছা আমাদের আছে।  সেজন্য নতুন কমিটির সকলকে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্‌বান জানাই।’

স/রি