বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক শর্টফিল্ম ‘ভয়ংকর সুন্দরী কালবৈশাখী’ প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক শর্টফিল্ম ‘ভয়ংকর সুন্দরী কালবৈশাখী’ প্রদর্শিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ শর্টফিল্মটি প্রদর্শিত হয়।

 
চলচ্চিত্রে ঘরে বাইরে সবাই কিভাবে বজ্রপাতের ছোবল থেকে রক্ষা পেতে পারে সে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান সময়ে বজ্রপাতে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে কৃষকরা। তারা যেন বজ্রপাতের ছোবল থেকে রক্ষা পায় সেই জন্য একটি উদ্ভাবনীমূলক বহনযোগ্য সুরক্ষা খুঁটির দৃশ্যায়ন করা হয়েছে।

 
চলচ্চিত্রটি রচনা ও প্রযোজনা করেছেন-উপচার্য মো: ওসমান গনি তালুকদার, চিত্রনাট্য সম্পাদনা করেছেন- সুফী রহমান, অভিনয় করেছেন- প্রদীপ, ঝিলিক, সাবরিয়ার, সানজিদা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 
ক্যামেরা পরিচালনায় ছিলেন- রাব্বি কবিরাজ, সম্পাদনায় ছিলেন- সাবরিয়ার, সাকির, আসিফ, সংগীত ব্যবস্থাপনায় ছিলেন- শেখ সেমন্তি ও ফয়সাল ইমরান এবং চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন-মো: রিয়াজুল ইসলাম।
স/শ