বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ছোট্ট স্বপ্নের’ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

Paris
এপ্রিল ২০, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ছোট্ট স্বপ্ন ৮ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন প্রাঙ্গনে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক। কর্মসূচিতে তিনি বলেন, ছোট্ট স্বপ্নের নানাবিধ কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রকাশ করেন এবং সাফল্য কামনা করেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জার রহমান এবং ছোট্ট স্বপ্নের আহবায়ক ড. সুলতানা রাজিয়া, সভাপতি এস এম মেহেদী হাসানসহ সকল মডারেটরবৃন্দ।

এদিন বিকেল ৪টায় কর্মসূচির দ্বিতীয় পর্বে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছোট্ট স্বপ্নের সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওসমান গনি তালুকদার। তিনি ছোট্ট স্বপ্নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমজান মাসে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর