বন্যার কারণে মেসিডোনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারী ব‍ৃষ্টিপাত এবং বন্যার কারণে মেসিডোনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

রাজধানীসহ এর আশে পাশের এলাকায় ভারী বৃষ্টি এবং বন্যায় কমপক্ষে ২১ জন মারা যায়। ছয়জন নিখোঁজ এবং আরও অনেকে আহত হয়েছে বলে রোববার (৭ আগস্ট) কর্তৃপক্ষ জানায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইতোমধ্যে শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এবং আর্মির হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টার করছে।

সূত্র: বাংলা নিউজ