বনপাড়ায় নৌকার বিজয়

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থী কেএম জাকির হোসেন বিজয়ী। তিনি পেয়েছেন ৮০২৪ ভোট আর নিকটতম বিএনপির প্রার্থী মহুয়া নূর কচি পেয়েছেন ৫৭১২। বনপাড়ার ৮ টি ভোট কেন্দ্রতে তিনি জয়ী বিজয়ী হয়েছেন।

পৌরসভার ১২ টি ওয়ার্ডের মোট ২১ হাজার ৩০৯ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৫৪১ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৬৮ জন।

জেলা নির্বাচন অফিসার ও বনপাড়া পৌলসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। শান্তিপূর্ণ ভাবে সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন।

উল্লেখ্য, বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি প্রার্থী মহুয়া নূর কচি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে

স/শ