বজ্রপাত প্রতিরোধে লালপুরে ইউএনও’র ২৫হাজার তালবীজ রোপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে নাটোরের লালপুরে মহাসড়ক ও গ্রামীন রাস্তার দুই ধারে ১২০০ তাল বীজ রোপন করা হয়েছে।

বুধবার সকালে ওয়ালিয়া ট্রাফিক মোড়রস্থ মহাসড়কের সামনে তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন লালপুর উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাকৃতি দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙ্গীনায় ও রাস্তার ধারে সকল কে বেশি বেশি তাল বীজ রোপণ করতে হবে। আগামী দিনে উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে ২৫ হাজার তালবীজ রোপন করা হবে বলেও জানা তিনি।

এসময় ওয়ালিয়া তরুণ সমাজ সামাজিক সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক আশিকুর রহমান, ওয়ালিয়া ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, সাংবাদিক মোস্তফা বায়েজিদ কাদের, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, ওয়ালিয়া তরুণ সমাজের সদস্য আজিবর সহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ