বঙ্গোপসাগরে ভূমিকম্প; কাঁপল চেন্নাই-আন্দামান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার সকালে বঙ্গোপসাগর এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে।রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। এই কম্পনের কারণে কেঁপে ঠেছে ভারতের চেন্নাই ও আন্দামান।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর বরাতে এ তথ্য জানা গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ওই ভূমিকম্প আন্দামানের উত্তরাঞ্চল, চেন্নাই ও পোর্ট ব্লেয়ার এলাকায় আঘাত হেনেছে। চেন্নাই থেকে ৬০৯ কিমি দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

জানা গেছে, চেন্নাইয়ে ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে।