‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাল শিক্ষক সমিতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক সমিতি। গত ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় যুগোপযোগী এই সিদ্ধান্ত নেয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর মো. ছাদেকুল আরেফিনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবর্ষে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন সময়োপযোগী সিদ্ধান্ত।

বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব এই প্রত্যাশা শিক্ষক সমিতির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৫ সালের পর জাতির জনকের জীবন, কর্ম ও নীতি নিয়ে যে পরিমাণ গবেষণা হওয়ার প্রয়োজন ছিল তা খুব একটা হয়নি। এ বিষয়ে এখনও উল্লেখযোগ্য তেমন কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা নেই।
সুনির্দিষ্টভাবে বঙ্গবন্ধুর জীবন, নীতি ও কর্মের উপর গবেষণা হওয়া প্রয়োজন এবং গবেষণার প্রচুর সুযোগ আছে। পরবর্তী প্রজন্মের প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে জাতির পিতাকে নিয়ে ব্যাপক গবেষণা হওয়া দরকার।

‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার যে দ্বার উন্মোচিত হলো তা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ ও স্থায়িত্ব করবে এবং নতুন প্রজন্মের ইতিহাসবোধকে জাগ্রত করবে আশা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন