বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি: বাগাতিপাড়ায় প্রশাসনের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি

বাগাতিপাড়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর সারাদেশে এক যোগে আনন্দ শোভা যাত্রা বের করা হচ্ছে। এরই অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আনন্দ শোভা যাত্রা বের করা হবে।

এ উপলক্ষে সোমবার সকালে নবনির্মিত বড়াল সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু’র সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আকতার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যাগন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ষূধীজন উপস্থিত ছিলেন।
স/শ