বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী: রঙ্গিন আলোয় সেজেছে রাসিক ভবনসহ নানা স্থাপনা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী: রঙ্গিন আলোয় সেজেছে রাসিক ভবনসহ শহরের নানা স্থাপনা। চোখ জুড়ানো আলোকায়ন করা হয়েছে রাসিক ভবন, রাজশাহী শিক্ষা বোর্ড ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনাগুলো।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণে রাখতে রাজশাহী নগরীর রাস্তাগুলোতে বঙ্গবন্ধুর বিরল ছবি দিয়ে ফেস্টুন টাঙ্গানো হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকেই রাজশাহী সিটি করপোরেশন ভবন আলোয় আলোয় ভরে গেছে। নানা রঙ-বেরংয়ের লাইটে দূর থেকেও চোখে পড়ছে।

আবার কিছু আলোকায়ান পড়ছে গিয়ে অনেকা দূরে। যা দেখে পুলোকিত হতে হচ্ছে। নগরীর রাস্তার ডিভাইডারগুলো সাজানো হয়েছে নানা রং দিয়ে।

আবার রাজশাহী শিক্ষা বোর্ড ভবনও আলোয় আলোয় ভরে দেওয়া হয়েছে। এর বাইরে রাজশাহী কলেজ, নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোও সেজেছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা সাজে। এতে নগরবাসীও পুলোকিত হচ্ছেন।

স/আর