মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: আতশবাজির ফোয়ারায় আলোকিত রাজশাহী

Paris
মার্চ ১৭, ২০২০ ৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাত ঠিক আটটা থেকে সাড়ে ৮টা৷ ১৯২০ সালের এমন ক্ষণেই ধরণীতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ঠিক ১০০ বছর পর এই সময়েই শুরু হয় মুজিব জন্মশতবর্ষের আয়োজন৷ যা শুরু হলো বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে৷

আজ মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী এ আতশবাজির উৎসব অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় রাজশাহী নগর ভবন গ্রীন প্লাজা চত্বর থেকে রঙ-বেরঙের আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা।

আতশবাজি প্রদর্শনী শত শত মানুষ রাস্তার পাশে দাাঁড়িয়ে, বাসার ছাদে থেকে উপভোগ করেন। আবার অনেকে মোবাইল ফোনে আতশবাজির ছবি ও  ভিডিও করেন।

Image may contain: 3 people, crowd

এদিকে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে রঙ্গিন আলোয় সেজেছে রাসিক ভবনসহ শহরের নানা স্থাপনা। চোখ জুড়ানো আলোকায়ন করা হয়েছে রাসিক ভবন, রাজশাহী শিক্ষা বোর্ড ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনাগুলো।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণে রাখতে রাজশাহী নগরীর রাস্তাগুলোতে বঙ্গবন্ধুর বিরল ছবি দিয়ে ফেস্টুন টাঙ্গানো হয়েছে।

দেখা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই রাজশাহী সিটি করপোরেশন ভবন আলোয় আলোয় ভরে গেছে। নানা রঙ-বেরংয়ের লাইটে দূর থেকেও চোখে পড়ছে। আবার কিছু আলোকায়ান পড়ছে গিয়ে অনেকা দূরে। যা দেখে পুলোকিত হতে হচ্ছে। নগরীর রাস্তার ডিভাইডারগুলো সাজানো হয়েছে নানা রং দিয়ে।

আবার রাজশাহী শিক্ষা বোর্ড ভবনও আলোয় আলোয় ভরে দেওয়া হয়েছে। এর বাইরে রাজশাহী কলেজ, নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোও সেজেছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা সাজে। এতে পুলোকিত হচ্ছেন নগরবাসী।

স/অ

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর