বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটুক্তি: লালপুরে যুবক গ্রেফতার

লালপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ফেসবুক পেজে কটুক্তির ঘটনায় লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লালপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত হলো, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে সাগর আহম্মেদ (২২)।

লালপুর থানা সূত্রে জানা যায়, সাগর আহম্মেদ তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে লিখেছে “ জাতীয় না স্যার। এটা আওয়ামী শোক দিবস। ১৫ আগষ্ট শোকের কিছু ঘটেছিল না। এদিন বাংলাদেশে ১৬ জন বীর যোদ্ধার দ্ধারা স্বাধীন বাংলাদেশের প্রথম সৈরশাসকের পতন ঘটেছিল। আর আপনি ১৯৭৫ সালের ১৬ আগষ্টের সব পত্রিকা খুলে দেখুন, সেদিন বাংলার মানুষ ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে রাস্তায় নেমে এসেছিল। বাংলার কোন মানুষ মুজিবের লাশ দাফন তো দুরের কথা, তার লাশ দেখতেও যায় নি।”

এ মর্মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ফেসবুক পেজে কুটুক্তির ঘটনায় ১৭ আগষ্ট লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার জাহান মানিক বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। লালপুর থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে প্রেরণ করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স/শ