বগুড়ায় ৩৬৭ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বন্যার পানি নেমে গেলে এসব বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম রাইজিংবিডিকে জানান, বন্যার কারণে উপজেলার ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান জানান, বুধবার সকাল ১০টা থেকে উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত রাখা হয়।

বন্যায় সারিয়াকান্দি ও ধুনট উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। যেসব স্কুলে পানি ওঠেনি সেখানে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিয়েছেন।

বগুড়ায় যমুনা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। সরকারিভাবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য।

 

সূত্র: রাইজিংবিডি