বগুড়ায় সিনেমা হলে মিলল অবৈধ সিগারেট কারখানা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার সাথী সিনেমা হলে একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১২ এর একটি দল। এই সময় এস এম টোব্যাকো নামক একটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে র‌্যাব।

সোমবার র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার ঘোষ এ অভিযানে নেতৃত্বে দেন। অভিযানে ২ লাখ ৪০ হাজার শলাকা অবৈধ সিগারেট ও সাত হাজার পিস নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। আকট করা হয় কারখানার ছয়জন কর্মীকে।

এ বিষয়ে স্বজল কুমার ঘোষ জানান, দীর্ঘদিন পৌর এলাকার পুরাতন সাথী সিনেমা হলের ভেতরে অবৈধভাবে সিগারেট তৈরি করে আসছিলো এস এম টোব্যাকো। গোপন সংবাদের ভিত্তিতে তাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

সিনেমা হলে সিগারেট কারখানার অভিযান শেষে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা জানান, ‘এখানকার সকল কার্যক্রম অবৈধ। এরা গোপনে এসব অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। অভিযোগ আছে, আইন অমান্য করে অবৈধ্য এসব সিগারেট কুরিয়ার যোগে বিভিন্ন জেলায় পৌঁছে যায়।’