বগুড়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়ারশাজাহানপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে   দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।  বুধবার (২৬ জানুয়ারি) বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার বনানী এলাকায় অবস্থিত মেসার্স বগুড়া দই মিষ্টি ঘরকে ১৫ হাজার টাকা  এবং ওজনে কম দেওয়ায় নয়মাইল এলাকায় অবস্থিত মেসার্স রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে ৫০ হাজার জরিমানা করা হয়। বিএসটিআই’র বগুড়া জেলা অফিসের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া জনাব আশিক খানের নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন- বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান। সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস