বগুড়ায় নাতির কাঁচির আঘাতে ঘুমন্ত নানি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার সোনাতলায় দোকান কর্মচারী নাতি সুখদেব দাসের (২১) কাঁচির উপর্যুপরি আঘাতে জ্যোৎস্না রানী (৫৫) নামে এক নারী খুন হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা নাতিকে আটক করে পুলিশে দিয়েছেন।শুক্রবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনাতলা থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাতলা থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান ও গ্রামবাসী জানান, সুখদেব দাস সোনাতলা উপজেলার চকনন্দন গ্রামের মৃত সুখদেব দাসের ছেলে। তিনি স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী।

নানা উপেন দাস মারা যাওয়ার পর থেকে সুখদেব তার নানি জ্যোৎস্না রানীর কাছে থাকতেন। সুখদেবের মানসিক সমস্যা রয়েছে।

বৃহস্পতিবার রাতে ভাত খাওয়া নিয়ে নানির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত ৪টার দিকে সুখদেব চুল কাটার কাঁচি দিয়ে জ্যোৎস্না রানীর পেটে ২-৩টি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রতিবেশীরা টের পেয়ে সুখদেবকে আটক করে পুলিশে দেন। শুক্রবার সকালে পুলিশ জ্যোৎস্না রানীর লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ কর্মকর্তার ধারণা, ভাত খাওয়া নিয়ে বিরোধেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।