বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

বগুড়া প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র (জ্যাকেট) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে সমাজসেবক মাহবুবর রহমান ছোটন প্রদত্ত শীতবন্ত্র (জ্যাকেট) গাবতলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন সংস্থা’র জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী ও সুজন নেতা মাসুম মিয়া, প্রতিবন্ধী স্কুলের সভাপতি ফজলুল হক বাবলু, গাবতলী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাকী, যুগ্ম সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, নির্বাহী সদস্য রেজাউল করিম সুজন, মতিউর রহমান, প্রতিবন্ধী স্কুলের সদস্য গোলাম রব্বানী, অভিভাবক রাজিয়া সুলতানা, প্রধান শিক্ষক রোমানা আক্তার, শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মরিয়ম বেগম, আঃ মজিদসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

পরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করছেন। সার্বিক ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন সমাজের বেবেক সাংবাদিকরাই। পরিশেষে সাগর-রুনিসহ হত্যা হওয়া এবং সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
স/শ