গাবতলীতে বিএনপি ও অঙ্গদলের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’সহ ৫ জনের বিরুদ্ধে সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাবতলী থানা ও পৌর বিএনপি-অঙ্গদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, বিএনপির নেতা আবুল হোসেন মোল্লা, প্যানেল মেয়র মতিয়ার রহমান মতি, তাজুল ইসলাম, কাউন্সিলর আফছার আলী মিজু, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ, আতিক, নুহু আলম, মতি, মমিন, আছাদ, মুন্জু, হিলু, ফারুক, রশিদ, মিনহাজুল, সবুজ, তাহের, জিয়াপরিষদ নেতা অধ্যাপক নজমল হোসেন, আব্দুল গফুর টুকু, নূরে আলম সিদ্দীকি, থানা যুবদলের আহবায়ক এমআর ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বজলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল, যুবদল নেতা মিনহাজুল, মনা, গাবতলী থানা ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসনে, ছাত্রদল নেতা সুজন, পবন সরকার, খোরশেদ, সোহাগ, হাফিজ, শাহাবুদ্দিন, শুভ, এসএম রাসেল, গাবতলী থানা শ্রমিকদলের সভাপতি রাশেদুল ইসলাম রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক মতিউর রহমান কামাল, যুগ্ম সম্পাদক রহেদুল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জুয়েল, থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল হক, যুগ্ম সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কনক প্রমূখ।

এদিকে সকাল ১১টায় বগুড়ার গাবতলী থানা বিএনপি ও যুব-ছাত্রদলের উদ্যোগে ১নং রেলঘুমটিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বিএনপি নেতা জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মাষ্টার আমিনুর রহমান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর, আবু তাহের, আব্দুল লতিফ, আরেফিন, ইসমাইল হোসেন, রাসেল, মোস্তা, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান লিটন, কুদরতি খোদা সোহাগ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, মিজানুর রহমান মিন্টু, পৌর কৃষক দলের সভাপতি রাজু পাইকার, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আল আমিন লেমন, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, ছাত্রদল নেতা মহব্বত, মোক্তাদির, পোটল, মাহফুজার, দুলাল, মুঞ্জু, টপি, মুন, সৌকত, রাহাত, সাদ্দাম, শামীম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নেতা উজ্জল আহম্মেদ প্রমূখ।
স/শ