বগুড়ায় চার্জার ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে শামীম হোসেন (২৮) নামের এক চার্জার ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত শামীম নওগাঁর রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নওগাঁর রাণীনগর উপজেলার বগারবাড়ি বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৪-৫জন যাত্রী শামীম হোসেনের চার্জার ভ্যান রিজার্ভ করে আদমদীঘির উদ্যেশে আসেন। এরপর ওই রাতে প্লাষ্টিকের রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করে তার চার্জার ভ্যানটি নিয়ে যায়। বুধবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামে রেললাইনের পাশে একটি ডোবাতে পথচারীরা শামীমের মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকালে এসে লাশটি উদ্ধার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/অ